বরকলের ছোট হরিণা বাজারে রোববার ভারতীয় নাগরিক সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এরা হলেন, শান্তি রঞ্জন চাকমা(৩২) ও ভদ্র সেনা চাকমা(৩৫)।
ছোট হরিণার ২৫ বিজিবির ক্যাপ্টেন রবিন মাহমুদ জানান, রোববার ছোট হরিণা বাজারে ঘুরাফেরা করার সময় ভারতীয় নাগরিক সন্দেহে শান্তি রঞ্জন চাকমা ও ভদ্র সেনা চাকমাকে আটক কওে বিজিবি। বর্তমানে ২৫ বিজিবির হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বাড়ী ভারতের মিজোরাম রাজ্যের হিলপুরে বলে জানা গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.