কেইল্লা মুড়ায় দুর্গা পুজার মন্ডপ পরিদর্শনে দীপংকর তালুকদার

Published: 19 Oct 2015   Monday   

রাঙামাটি শহরের অদূরে অবস্তিত কেইল্লা মুড়ায় সনাতন ধর্মালম্বি ত্রিপুরা সম্প্রদায়ের দুর্গা পুজার মন্ডপ সোমবার পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার।

পরিদর্শনকালে এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা,জেলা আওয়ামীলীগের সদস্য বাদল চন্দ্র দে, বাবলা মিত্র, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক চিত্ত রঞ্জন দাশ, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি অশোক কুমার ত্রিপুরা, জেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ন আহ্বায়ক সুরঞ্জিত তালুকদার পাপ্পু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হৃদয় রঞ্জর চাকমা, আওয়ামীলীগ নেতা সজল চাকমা চম্পা, রাঙামাটি শহর স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক ত্রিদিপ বড়ুয়া, বালুখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ লাল মিঞা, রাঙামাটি পূজা উদযাপন কমিটির পুলক দে, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক কুঞ্জমনি ত্রিপুরা, কেইল্লা পাহাড় কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি রুপায়ন ত্রিপুরা, সাধারণ সম্পাদক প্রশান্ত ত্রিপুরা ও রাঙামাটি পুজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি পূজা মন্ডপ পরিচালনাকারী ও আগত দর্শনার্থীদের সার্বিক সাফল্য কামনা করেন এবং আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, শান্তির বার্তা নিয়ে দেবী দুর্গার আগমন সনাতন ধর্মসহ অসাম্প্রদায়িক জনগনকে যেমন ঐক্যবদ্ধ করেছে, তেমনি অহিংস রাজনীতি ও সকল ধর্মের লোকজনের মিলন মেলা বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশের উজ্জল দৃষ্টান্ত হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করেছে। তিনি আরও বলেন, ধর্ম যার যার উৎসব সবার। মানুষ এখন সেভাবেই ধর্মীয় উৎসবগুলো পালন করছে প্রতিটি ধর্ম শান্তির কথা বলে। আওয়ামীলীগ অসাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব অনুষ্ঠান সম্পন্ন করতে পারে। অন্য কোন দল রাষ্ট্র ক্ষমতায় থাকলে এটা হয় না।

তিনি বলেন, বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের দেশ। অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সবাই মিলে এ দেশকে এগিয়ে নিতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত