বড়থলিতে যৌথ বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে নিহত ভিডিপি সদস্যের অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন

Published: 19 Oct 2015   Monday   

বান্দরবানের রুমা উপজেলা ও রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্বর্তী বড়থলী ইউনিয়নের সেপ্রু পাড়ায় যৌথবাহিনীর সাথে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে নিহত ভিডিপি (গ্রাম পুলিশ) সদস্যর সোমবার অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। নিহতের নাম নেনসং ত্রিপুরা ও তার অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রোববার রাঙামাটি বিলাইছড়ি উপজেলার বড়থলী ইউনিয়নের সেপ্রু পাড়া এলাকায় যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে ভিডিপি সদস্য নিহত হয়। আহত হয়েছে সেনা সদস্য কাশেম ও আনসার সদস্য হান্নান। ৩ অক্টোবর সেপ্রু পাড়ার নতুন পুকুর এলাকায় ঢাকার দুই পর্যটন আবদুল্লা আল জোবায়ের, জাকির হোসেন মুন্না সেখানে বেড়াতে গিয়ে অপহৃত হন। অপহরণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদেরকে উদ্ধারে সীমান্ত এলাকায় যৌথবাহিনীর উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

জানা গেছে, যৌথ বাহিনীর সাথে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে নিহত ভিডিপি (গ্রাম পুলিশ) সদস্য নেনসং ত্রিপুরার নিজ বাড়ি সেপ্রু পাড়া এলাকায় সোমবার তার অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মার্মা জানান, বড়থলী ইউনিয়নে যৌথবাহিনীর সাথে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে ওই এলাকার লোকজন আতঙ্কে রয়েছে বলে জানতে পেরেছেন। তিনি আরও জানান, রাঙামাটি জেলার ইউনিয়ন হলেও বাজার কাছে হওয়ায় ওই এলাকার লোকজন বান্দরবানের রুমা উপজেলা সদরে এসে কেনাকাটা করে থাকেন। গোলাগুলির ঘটনার পর থেকে ওই এলাকার লোকজন বাজারে আসছেন না।

রুমা থানা ওসি শরিফুল ইসলাম জানান, যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে পত্রপত্রিকায় ভিডিপি (গ্রাম পুলিশ) সদস্য মেংপং ম্রো নিহত হওয়ার খবর ছাপা হয়েছে। গোলাগুলিতে মেংপং ম্রো নামে কেউ মারা যায়নি। এ ঘটনায় বড়থলী ইউনিয়নের সেপ্রু পাড়ার নেনসং ত্রিপুরা, পিতা- কাত্রো ত্রিপুরা নামে এক ভিডিপি সদস্য নিহত হয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী চাহেল তস্তুরী জানান, গোলাগুলির ঘটনায় নিহত গ্রাম পুলিশ সদস্যের নিজ বাড়ি বড়থলী ইউনিয়নের সেপ্রু পাড়াতে অন্ত্যষ্টিক্রিয়া সোমবার সকাল দশটায় সম্পন্ন করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত