রাঙামাটিতে দুই বিচারককে প্রত্যাহারের দাবীতে আইনজীবিদের অবস্থান ধর্মঘট পালন

Published: 20 Oct 2015   Tuesday   

চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটকে প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার আইনজীবিরা আদালতে অবস্থান ধর্মঘট পালন করেছেন। 

রাঙামাটির আদালত চত্বরে মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্ষন্ত অবস্থান ধর্মঘট কর্মসুচী পালন করেন আইনজীবিরা। এসময় জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক হ্লাথোয়াই মারমা, সিনিয়র আইনজীবি জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সুব্রত হালদার, দুলাল কান্তি সরকার, দ্বীননাথ তংচংগ্যা, শাহ আলম, পরিতোষ কুমার দত্ত, সুস্মিতা চাকমা, মিহিরবরণ চাকমাসহ জেলা আইজীবি সমিতির নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। অবস্থান ধর্মঘট চলাকালে আইনজীবিরা আদালত চত্বরে মৌন মিছিলও বের করেন। এসময় আদালত প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে, জেলা ও দায়রা জজ আদালতের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সামস উদ্দীন খালেদ ও অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম সাবরিনা আলীর অবিচারিক সুলভ আচারণ,স্বেচ্ছাচারী মনোভাব ও আইনজীবিদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও তাদের প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার থেকে জেলা আইনজীবি সমিতির ডাকে লাগাতার আদালত বর্জন কর্মসূচি অব্যাহত রয়েছে। ফলে ওই দুই বিচারক বেঞ্চের লাগাতার বর্জন কর্মসূচির কারণে আদালতের বিচারিক কার্যবক্রম অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এতে দুরদুরান্ত থেকে আসা বিচারপ্রার্থীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট হ্লাথোয়াই মারমা জানান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রে ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আইনজীবিদের সাথে অসৌজন্যমূলক আচরণ,স্বেচ্ছাচারী মনোভাব ও আইনজীবি সমিতির নেতৃবৃন্দকে ট্রেড ইউনিয়ন ও শ্রমিকের সাথে তুলনা করায় আইনজীবিদের অসন্মানিত করা হয়েছে। এই দুই বিচারককে প্রত্যাহার না করা পর্ষন্ত আদালত বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে এবং আগামী রোববার সংবাদ সন্মেলন করা হবে। এরপরও যদি তাদের প্রত্যাহার করা না হয় আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে এ দুই বিচারককে প্রত্যাহারের দাবীতে প্রধান বিচারপতিসহ আইন মন্ত্রনালয়ের সচিবের কাছে লিখিতভাবে আবেদন পাঠানো হয়েছে। কিন্তু এখনো তার সুরাহা হয়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত