তিন পার্বত্য জেলায় অফিস-আদালত বর্জন কর্মসূচি শান্তিপূর্ণ ও সফলভাবে পালিত জেএসএসের দাবী

Published: 21 Oct 2015   Wednesday   
no

no

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াকে এগিয়ে নেয়া এবং সরকারের চুক্তি বিরোধী ও জুম্ম-স্বার্থ পরিপন্থী কার্যক্রম প্রতিরোধ ও প্রতিবিধান করার লক্ষ্যে চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বুধবার তিন পার্বত্য জেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অফিস-আদালত বর্জন কর্মসূচি শান্তিপূর্ণ ও সফলভাবে পালিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা জানানো হয়েছে।

প্রেস বার্তায় দাবী করা হয়, অফিস-আদালত বর্জন কর্মসূচি চলাকালে তিন পার্বত্য জেলার সরকারী, আধা-সরকারী ও বেসরকারী অফিস, আদালত, ব্যাংক-বীমা-পরিষদীয় অফিসগুলোতে লোকজনের উপস্থিতি ছিল না বললেই চলে। কোন কোন বেসরকারী অফিস সম্পূর্ণভাবে বন্ধ থাকে। কর্মকর্তা-কর্মচারীরা ব্যতীত সাধারণ লোকজন এসব অফিস-আদালতে যাওয়া ও অফিস-আদালতের কাজ-কর্ম থেকে স্বত:স্ফূর্তভাবে বিরত থাকেন। জেলা ও উপজেলা সদরে নিরাপত্তা বাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর টহল থাকলেও অফিস-আদালত ছিল ফাঁকা এবং রাস্তা-ঘাটে যান চলাচল ছিল কম।

প্রেস বার্তায় এ চলমান অসহযোগ আন্দোলনের যে কোন কর্মসূচিতে পার্বত্যবাসীর এ ধরনের স্বত:স্ফূর্ত সমর্থন ও অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবির সাথে একাত্মতা ঘোষণা ও সমর্থন জানিয়ে স্বত:স্ফুর্তভাবে অফিস-আদালত বর্জন করায় তিন পার্বত্য জেলার আপামর জনগণকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত