পার্বত্য চুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়নের দাবীতে রাঙামাটিতে অফিস-আদালত বর্জন কর্মসূচি পালিত

Published: 21 Oct 2015   Wednesday   
no

no

পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবীতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) ডাকে বুধবার রাঙামাটিতে শান্তিপূর্নভাবে অফিস-আদালত বর্জন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার রাঙামাটিতে বর্জন কর্মসূচি চলাকালে বিভিন্ন অফিস-আদালতে কর্মকর্তা-কর্মচারী অফিসে আসলেও অন্যান্য দিনের তুলনায় সাধারন মানুষের আনাগোনা দৃশ্যত কম। রাঙামাটি শহরে আইন-শৃংখলা পরিস্থিতি বজায় রাখতে গুত্বপুর্ন স্থানে ও অফিসে পুলিশ মোতায়েন ছিল। অফিস-আদালত বর্জনের কারণে শহরে গাড়ী চলাচলও কম ছিল। এছাড়া জেলার অন্যান্য উপজেলায় অফিসে সাধারন লোকজনের উপস্থিতি কম বলে জানা গেছে। এ কর্মসূচি চলাকালে কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৮ বছরেও যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় এবং সরকার পার্বত্য চুক্তিকে সম্পুর্ণরুপে অবহেলা ও উপেক্ষা করে নানান চুক্তি বিরোধী কর্মকান্ড এবং জুম্ম স্বার্থ বিরোধী কার্যকলাপের প্রতিবাদে এ বর্জন কর্মসূচি ডাকে জেএসএস। এর আগে এ অসহযোগ আন্দোলনের কর্মসূচি হিসেবে গত ২৯ জুলাই রাঙামাটি জেলায় ও ১৯ আগষ্ট বান্দরবান জেলায় সকাল-সন্ধ্যা দোকানপাট ও হাট-বাজার বর্জন কর্মসূচি পালন করেছিল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত