বিলাইছড়িতে ইউএনও নেই ৭ মাস ধরে!

Published: 21 Oct 2015   Wednesday   

রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজোয় বিগত ৭ মাস ধরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদটি শুন্য রয়েছে। ফলে প্রত্যাহিক দাপ্তরিক কাজ কর্মে  দারুন ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, , ১৯ মার্চ থেকে র বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) –এর পদটি শূন্য থাকায় ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রথমে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও পরবর্তীতে জুলাই মাস থেকে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সুজন চৌধুরী অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এখন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বিশেষ সময়ে বা উপজেলা মাসিক সমন্বয় সভায় বিলাইছড়িতে আসেন। এছাড়া অন্যান্য সময়ে কর্মচারীদের ফাইল রাজস্থলীতে ইউএনও’র নিকট নিয়ে গিয়ে স্বাক্ষর করিয়ে আনতে হয়।

এদিকে বিলাইছড়িতে কর্মস্থলে ইউএনওকে না পাওয়ায় জনপ্রতিনিধিসহ দুর্গম এলাকার লোকজনকে উপজেলায় গিয়ে ফিরে যেতে হচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ কার্যাদি সঠিক সময়ে সম্পাদন করতে না পারায় এই উপজেলায় জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে।

সূত্র আরও জানায়, ইউএনও না থাকায় উন্নয়ন কার্যাবলী সঠিক সময়ে বাছাই করা ও প্রয়োজনীয় স্বাক্ষর সঠিক সময়ে করতে না পারায় বিলাইছড়ি উপজেলায় প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা বলেন,উপজেলা নির্বাহী অফিসার পদটিতে এযাবত স্থায়ী পোস্টিং না দেয়ায় জনদুর্ভোগ বৃদ্ধিসহ উন্নয়ন কার্যক্রম বিঘিœত হচ্ছে। তিনি আরও বলেন,বিগত অর্থ বছরে উপজেলা নির্বাহী অফিসার না থাকায় এডিপি’র ৩৩ লাখ ৯৬ হাজার ৮শত ৩২ টাকা ফেরত গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত