বৃহস্পতিবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পূজা মন্ডপ পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খগেশ্বর ত্রিপুরা।
পানছড়ি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের সময় পরিষদ চেয়ারম্যানের সাথে সফর সঙ্গী ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, সদস্য নার্গিস সুলতানা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নেতা পানছড়ি ডিগ্রিী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, নির্মলেন্দু চৌধুরী, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ম সম্পাদক বিজয় কুমার দেব প্রমূখ।
পূজা মন্ডপ পরিদর্শন শেষে প্রতিটি মন্ডপের জন্য ১০ হাজার টাকাসহ এবং প্রতিটি পুরোহিতকে একটি করে ড্রেস প্রদান করেন। এসময় পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহার মিয়া পানছড়ি সার্বজনীন মন্দিরে ১০ হাজার, আর প্রতিটি মন্ডপে তিন হাজার টাকা করে বিতরণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.