বান্দরবানে জামায়াত-শিবিরের ৩৯ নেতাকর্মী আটক

Published: 23 Oct 2015   Friday   
no

no

শুক্রবার বান্দরবান শহর থেকে বৈঠকের সময় জামায়াত-শিবিরের ৩৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরের দিকে শহরের ইসলামী ব্যাংকের তৃতীয় তলায় ইসলামী পাঠাগারের ভেতরে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল।  এসময় পুলিশ সুপার মো: মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এসময় জামায়াত ও শিবিরের ৩৯ জন নেতাকর্মীকে আটক করা হয়।  আটককৃতদের মধ্যে স্থানীয় শীর্ষ জামায়াত-শিবিরের নেতারা হলেন, জেলা শহরের আর্মি পাড়ার মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ও পৌর জামায়াতের আমীর রেজাউল করিম আনসারি, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কর্ণেল অলি আহম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বান্দরবান জেলা জামায়াতের সদস্য হামিদ হাসান, জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমরানুল হক। এছাড়া শিবির কর্মী মোরশেদ আলম, আবদুল খালেক,  মেহেদি হাসান প্রমুখ। আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

সদর থানা ওসি তদন্ত আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামায়াত-শিবিরের ৩৯ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতরা স্বাভাবিক আইন-শৃঙ্খলা ভঙ্গ করার মতো গোপন বৈঠক করছিল এমন সংবাদের ভিত্তিতে আটক করা হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.       

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত