নাইক্ষ্যংছড়িতে ইউপি সদস্যসহ অপহৃত ৩ঃ মুক্তিপণ দাবি

Published: 23 Oct 2015   Friday   
no

no

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা সাবেক ইউপি সদস্যসহ ৩ জনকে অপহরণ করা হয়েছে। শুক্রবার ভোর চারটার দিকে রামু ঈদগড়ের হিমছড়ি থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতদের মুক্তিপণ হিসেবে ৫লাখ টাকা দাবি করা হয়েছে। 

স্থানীয়রা জানায়,নাইক্ষ্যংছড়ি বাইশারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু তৈয়ব, স্থানীয় বাসিন্দা আবু বক্কর ও শাহ আলম চট্টগ্রাম মেডিকেল থেকে বাড়ি ফিরছিলেন। শুক্রবার ভোর চারটার দিকে রামু উপজেলার ঈদগড়ের হিমছড়ি এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে অপহরণ করা হয়। কারা তাদেরকে অপহরণ করেছে তা এখনো নিশ্চিত করে জানা যায়নি।

অপহৃত আবু তৈয়বের স্ত্রী আয়েশা সিদ্দিকি জানান, তার স্বামীকে ফিরিয়ে দিতে অপহরণকারীরা মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে। স্বামীকে উদ্ধারে তার কাছে এত টাকা নেই বলে তিনি জানান।

নাইক্ষ্যংছড়ি বাইশারী ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমান জানান, কক্সবাজার রামু উপজেলার ঈদগড়ের হিমছড়ি থেকে বাইশারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত