লামায় পাহাড়ী গর্ভবতী মহিলাকে মারধরের প্রতিবাদে পিসিপি’র বিক্ষোভ-সমাবেশ

Published: 23 Oct 2015   Friday   

লামায় পাহাড়ী গর্ভবতী মহিলাকে মারধর করার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)।

লামা প্রেস ক্লাব চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপির লামা উপজেলা শাখার সভাপতি সুইগ্যমং মার্মা। বক্তব্য রাখেন জনসংহতি সমিতির লামা উপজেলা শাখার সভাপতি অংগ্য মং মার্মা, সাধারণ সম্পাদক স্বপন কুমার আসাম, সহ-সম্পাদক চংপাত ¤্রাে, পিসিপি’র লামা শাখার সাধারণ সম্পাদক উথোয়াইছা মার্মা ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির নেত্রী উষাংপ্রু মার্মা সহ প্রমূখ।

এর আগে লামা বাজারস্থ কেন্দ্রীয় বৌদ্ধ বিহার থেকে একটি বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে লামা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে প্রেস ক্লাবের সামনে এসে পথ সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের দৃষ্টি ভঙ্গির দূর্বলতার সুযোগ নিয়ে এলাকার কতিপয় কিছু ভূমি দস্যু  মোঃ সেলিম ও সাইফুল ইসলাম ও তাদের সহযোগীরা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের টিয়ারঝিরি এলাকায় বুধবার ম্যামাচিং মার্মা(৩০) নামে এক পাহাড়ী গর্ভবতী মহিলাকে সৃজিত বাগানসহ জায়গা জবর দখলের উদ্দেশ্যে মারধর করে জখম করে।  বর্তমানে আহত ম্যামাচিং মার্মা লামা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ম্যামাচিং মার্মা ৭ মাসের অন্তসত্তা।  বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত