হিন্দু ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দূর্গার পূজা উপলক্ষে বৃহস্পতিবার বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমিতির নেতৃবৃন্দ রাঙামাটির শহরের বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন।
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির তথ্য, প্রচার, যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. হালিম শেখের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, দীয় দূর্গার পূজা উপলক্ষে বৃহস্পতিবার বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমিতির নেতৃবৃন্দ গর্জনতলী. দূর্গা মাতৃমন্দির, কাঠালতলী, দশভুজা মাতৃ মন্দির, কালিন্দীপুর, গীতাশ্রম মন্দির, রিজার্ভ বাজার, শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আবু সৈয়দ, সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, কানু দাশ গুপ্ত, গঙ্গা মানিক চাক্মা, সাধারণ সম্পাদক তাপশ দাশ, সহ-সম্পাদক মোঃ নুরুল ইসলাম চৌধুরী মিন্টু, অর্থ সম্পাদক রনজিত কুমার ধর, দপ্তর সম্পাদক মোঃ ইউনুস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ নঈম উদ্দিন চৌধুরী, তথ্য, প্রচার, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক মোঃ হালিম শেখ, কার্যকরী সদস্য মোঃ হাফেজ ওমর ফারুক, বিকাশ ধর, মোঃ মাসুদ রানা, মোঃ ইউসুফ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.