রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেছেন, অসহযোগ আন্দোলনের নামে পার্বত্য এলাকায় ত্রাস সৃষ্টি করে শান্তি চুক্তি বাস্তবায়ন করা সম্ভব নয়। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন একটি চলমান প্রক্রিয়া। পার্বত্যবাসীর শান্তি প্রতিষ্ঠায় আওয়ামীলীগ সরকার শান্তি চুক্তি করেছে এবং আওয়ামী লীগ সরকারই এ চুক্তির পূর্ন বাস্তবায়ন করবে।
শনিবার জুরাছড়ি উপজেলায় আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিশ্রামাগারের হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবর্ত্তক চাকমা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য হাজি মোঃ মুছা মাতব্বর, অমিত চাকমা রাজু, রেমলিয়ানা পাংখোয়া, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জুরাছড়ি উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক প্রমথ কান্তি চাকমা। এসময় উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা মিতা চাকমা, জুরাছড়ি মৈদং ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বরুন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও কুসুমছড়ি মেীজার হেডম্যান মায়ানন্দ দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাল বিহারী চাকমা, বনবিহারী চাকমা উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিকো চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।
পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা আরও বলেন সমাজের সার্বিক উন্নয়নে স্থানীয় আঞ্চলিক রাজনৈতিক প্রতিনিধি ও স্থানীয় জনগনদের এগিয়ে আসতে হবে। উন্নয়নের পূর্বশর্ত শান্তি ও সহযোগিতা। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজ তথা দেশের উন্নয়ন করা সম্ভব। তিনি পার্বত্য আঞ্চলিক সংগঠনের নেতা-কর্মীদের অস্ত্রের রাজনীতি ছেড়ে সরকারের উন্নয়ন ও চুক্তির পূর্ন বাস্তবায়নে সহযোগিতা করতে এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৫০লাখ টাকার ব্যয়ে নির্মিত উপজেলা বিশ্রামাগার ভবন উদ্ধোধন করেন পরিষদ চেয়ারম্যান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.