বরকলে স্বাস্থ্য কর্মীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সভা

Published: 24 Oct 2015   Saturday   

রোববার বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলার স্বাস্থ্য কর্মীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সভা করা হয়েছে।

ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুইমিপ্রু রোয়াজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা।  সভায় ইউএনডিপির জেলা ম্যানেজার ঐশর্য্য চাকমা, বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা উপজেলা ফ্যাসিলিটেটর মোঃ সেলিম উদ্দিন খাদ্যে নিরাপত্তা প্রকল্পের আশিষ চাকমা সহ উপজেলার ৫ইউনিয়নের স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।

 আলোচনা সভায় গত সেপ্টেম্বর মাস থেকে ইউএনডিপির কর্মকান্ডে পরিবর্তন আসায় নতুন করে স্বাস্থ্য কর্মীরা কিভাবে কাজ করবে? কারা নিয়ন্ত্রণ করবে? তাদের বেতন ভাতা কে দেবে, ঔষধপত্র কোথা থেকে কিভাবে পাবে এবং কিভাবে মাঠ পর্যায়ে সেবা দেবে ইত্যাদি বিষয়ে স্বাস্থ্য কর্মীদের নিয়ে বিশদ আলোচনার মাধ্যমে দিক নির্দেশনা দেন ইউএনডিপির জেলা ম্যানেজার ঐশর্য্য চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত