রাঙামাটি জেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা

Published: 25 Oct 2015   Sunday   

রোববার রাঙামাটি পার্বত্য   জেলা পরিষদের মাসিক জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ   চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।  পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এসএম জাকির হোসেনর পরিচালনায় সভায় জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তানভীর আজম ছিদ্দিকী, পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ, পরিষদের নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা’সহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, কমিটির সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

পরিষদ  চেয়ারম্যান বৃষ কেতু চাকমা জেলার সার্বিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, এ জেলার উন্নয়নের স্বার্থে পরিষদের মাসিক ও সমন্বয় সভায় উপস্থিত থেকে প্রতিষ্ঠান প্রধানদের সুপরামর্শ ও মতামত প্রদান করতে হবে। সবার সহযোগিতা ও সঠিক পরামর্শের মাধ্যমে এ জেলায় বসবারত মানুষের সামগ্রীক কল্যান বয়ে আনতে হবে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত