কাপ্তাইয়ে হেলাল উদ্দিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Published: 26 Oct 2015   Monday   

সোমবার কাপ্তাইয়ে সমাজকর্মী, রাজনৈতিক সংগঠক, ক্রীড়াবিদ ও সাবেক ক্রিকেটার কাপ্তাইয়ের কৃতি সন্তান মরহুম হেলাল উদ্দিন স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী ইফরানুল কিবরিয়া, নির্বাহী প্রকৌশলী এটিএম আব্দুজ জাহের, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, বিউবো প্রকৌশলী জাহাঙ্গীর আলম মনতু, নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম খান, কপাবিকে নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদ হাসান, সহকারী পরিচালক (নিরাপত্তা) মোঃ জসিম উদ্দিন, সাবেক ফুটবলার বদিসত্য বড়ুয়া, মরহুম হেলাল উদ্দিনের বড় ভাই পিডিবি কর্মনায়ক মোর্শেদ আলম, সাংবাদিক মাহফুজ আলম ও জাতীয় ফুটবলার জামাল উদ্দিন ও শাহজালাল চৌধুরী, সাবেক ফুটবলার সাহাবুদ্দিন চৌধুরী, আব্দুল ওহাব, মোশারফ হোসেন, সোহরাব হোসেন, জামাল উদ্দি, চট্টগ্রাম মহানগর আ’লীগ নেতা মোঃ সুফিয়ান, স্থানীয় মেম্বার সমলেন্দু বিকাশ, ফুটবলার সুমন, অভিক শুভরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের আহবায়ক ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সিবিএ সভাপতি মোঃ তাজুল ইসলাম।

উদ্বোধনী খেলায় স্বাগতিক চিৎমরম একাদশ ও কাপ্তাই আজকের সুর্যদয় একাদশের মধ্যেকার খেলায় ৫-১ গোলে সুর্যদয় একাদশ জয়লাভ করে। কাপ্তাই খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে ১০টি উল্লেখযোগ্য ফুটবল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো হেলাল উদ্দিন স্মরণে উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাপ্তাই ও চট্টগ্রামে মরহুম হেলাল উদ্দিনের কর্মতৎপরতা ও রাজনৈতিক প্রজ্ঞা অতুলনীয় ছিল। এছাড়াও তার বিশেষ পরিচয় হেলাল উদ্দিন ছিলেন বর্তমান আওয়ামী সরকার ও চট্টগ্রাম সিটিকর্পোরেশন মেয়র আজম নাজিরের একজন বিশ্বস্ত কর্মী।

তিনি পাহাড়তলী ৯নং ওয়ার্ড-বি-ইউনিট আ’লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করার পাশাপাশি চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের রাজনীতি করে আসছিলেন।

উল্লেখ্য,গত ২৬ জানুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে মোঃ হেলাল উদ্দিনের অকালমৃত্যু বরণ করেন। তার স্মরণে কাপ্তাই খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে উন্মুক্ত গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজন করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত