পানছড়িতে ৭টি বন বিহার শাখায় প্রবারণা পূর্ণিমা উদযাপিত

Published: 26 Oct 2015   Monday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৭টি বনবিহারে সোমবার প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে। দীর্ঘ তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা বর্ষাবাস শেষে এ প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়।

পানছড়ি উপজেলার বন বিহার শাখাভুক্ত ৮টি বিহারে প্রবারনা পূর্নিমা উদযাপিত হয়েছে। সেগুলো হল মুনিপুর বনবিহার, শান্তিপুর অরণ্য কুঠির, লোগাং বনবিহার, মুনিপুর বনবিহার শাখার অধিভূক্ত তারাবন ভাবনা কেন্দ্র, শীলাচরণ অরণ্য কুঠির, প্রজ্ঞাপুর বনভাবনা কেন্দ্র, হারুবিল বনবিহার। এসব বৌদ্ধ বিহারে সকালে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কারদানসহ নানাবিধ দান কার্য সম্পাদন করা হয়। এছাড়া আয়োজন করা হয় ধর্ম সভা। এসব ধর্ম সভায় বৌদ্ধ নারী-পুরুষ অংশ নেন। মুনিপুর বনবিহারে স্ব-ধর্ম দেশনা দেন বিহারের অধ্যক্ষ বশিষ্ট মহাস্থবির, শান্তিপুর অরণ্য কুঠিরে স্বধর্ম দেশনা দেন কুঠিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির।

ধর্ম সভায় বৌদ্ধ ভিক্ষুরা গৌতম বুদ্ধের অমৃতবাণীসহ স্ব-ধর্ম দেনা দেন এবং সকল প্রাণীর প্রতি হিতসূখ ও মঙ্গল কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত