খাগড়াছড়ি জেলা বার এসোসিয়েশনের সিনিয়র আইনজীবী আবদুল মমিনের উপর হামলকারী আইনজীবী সুপাল চাকমাকে আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের।
সোমবার পার্বত্য নাগরিক পরিষদ অফিস সম্পাদক খলিলুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ দাবী জানানো হয়েছে।
প্রেস বার্তায় দাবী করা হয়, এজলাসে বিচারকের উপস্থিতিতে প্রকাশ্যে এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড নজিরবিহীন। ৬ অক্টোবর হামলার দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর এবং হামলার শিকার আবদুল মমিন ১৫ অক্টোবর খাগড়াছড়ি সদর থানায় দায়ের করলেও সুপাল চাকমাকে পুলিশ প্রশাসন গ্রেফতার করতে পারেনি।
প্রেস বার্তায় অবিলম্বে সুপাল চাকমাকে আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে তিন পার্বত্য জেলায় হরতাল, অবরোধ সহ কঠিন কর্মসূচির হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.