লামায় ব্যাটারী চালিত রিক্সা বন্ধের দাবিতে অনশন ধর্মঘট ও স্মারকলিপি প্রদান

Published: 27 Oct 2015   Tuesday   

মঙ্গলবার লামায় ব্যাটারী চালিত সকল ইজি বাইক, অটোরিক্সা ও টমটম বন্ধের দাবীতে অনশন ধর্মঘট ও বিদ্যুৎ অফিস ঘেরাও এবং জেলা প্রশাসন স্মারকলিপি দিয়েছে লামা রিক্সা চালক সমবায় সমিতি। 

মঙ্গলবার সকাল থেকে রিক্সা চলাচল বন্ধ রেখে বেলা ১২ টায় লামা উপজেলা পরিষদের সামনে অনশন ধর্মঘট করেন রিক্সা (বাংলা রিক্সা) চালকরা। পরে লামা রিক্সা চালক সমবায় সমিতির সভাপতি মোঃ ছালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিন ওহাবের নেতৃতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বান্দরবান জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

লামা রিক্সা চালক সমবায় সমিতির সভাপতি মোঃ ছালাহ উদ্দিন বলেন ও সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিন ওহাব বলেন, ব্যাটারী চালিত রিক্সা ও টমটমের কারণে লামা শহরের প্রায় ৪শতাধিক পায়ে চালিত রিক্সা চালক না খেয়ে মরতে বসেছে। সারাদিন রিক্সা চালিয়ে মালিকের ভাড়া উঠানো যায় না। সংসার চলানো যাচ্ছে না। তাছাড়া বিদ্যুৎ অপচয় ও ঘাটতির অন্যতম কারণ এই ব্যাটারী চালিত রিক্সা ও টমটম। তারা প্রশাসনের কাছে ব্যাটারী চালিত ইজি বাইক ও বিদ্যুৎ দিয়ে চার্জের দোকান বন্ধেরও দাবী জানান।

লামা উপজেলা নিবার্হী কর্মকর্তা খালেদ মাহমুদ বলেন, দ্রুত বিষয়টি নিয়ে বান্দরবানের জেলা প্রশাসকের সাথে আলোচনা করে সমাধান করা হবে। এ ব্যাপাওে সকলকে শান্তিপূর্ণ অবস্থানে থাকার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত