রাঙামাটি জেলা প্রশাসনের ইনোভেশন কার্যক্রমের উপর অবহিতরণ সভা

Published: 27 Oct 2015   Tuesday   

রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার জেলার ইনোভেশন কার্যক্রমের উপরে অবহিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ্। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন। সভায় জেলার ইনোভেশন টিমের সদস্য,জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

সভায় জেলা প্রশাসনের গৃহীত উদ্ভাবনী উদ্যোগের বিষয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন জেলা প্রশাসক  মোঃ সামসুল আরেফিন। এসময় তিনি এ উদ্যোগের বিভিন্ন দিক  বিস্তারিতভাবে তুলে ধরার পাশাপাশি নাগরিক সেবা সহজ করতে জেলা প্রশাসনের তৈরিকৃত অনলাইন এ্যাপ্লিকেশন এবং এনড্রয়েট অ্যাপ প্রদর্শন করেন।

সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্যে প্রদান ছাড়াও রাঙামাটি জেলা প্রশাসনের ইনোভেশন কার্যক্রম কার্যক্রমসহ নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রমের কথা উল্লেখ করে প্রশংসা করেন। এ বিষয়ে আরও বেশী কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সবাইকে নির্দেশ প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত