সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পূর্নবহাল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ ৬ দফা দাবীতে বুধবার রাঙামাটিতে প্রকৃচি, বিসিএস ২৬ ক্যাডার ও নন ক্যাডার ভূক্ত সরকারী কর্মকর্তা-কর্মচারীরা মানবন্ধন কর্মসূচি পালন করেছেন।
জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় প্রকৃচি, বিসিএস ২৬ ক্যাডার ও নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের সমন্বয় কমিটির রাঙামাটির আহ্বায়ক রমনী কান্তি চাকমা, সদস্য সচিব ফেরদৌস কবির, কুসুম চাকমা, ত্রিবিজয় চাকমা মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে প্রকৃচি, বিসিএস ২৬ ক্যাডার ও নন ক্যাডার ভূক্ত সরকারী কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.