বৃহস্পতিবার জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটে প্রশিক্ষণরত ৩৩তম বিসিএস (তথ্য)’র কর্মকর্তাদের সাথে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সাথে সাক্ষাৎ করেছেন।
জেলা পরিষদ সম্মেলন কক্ষে স্বাক্ষাৎকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের প্রোগ্রামার নিতাই কুমার ভট্টচার্য্য, সহকারী প্রোগ্রামার আব্দুস সালাম, সহকারী পরিচালক(বেতার অনুষ্ঠান প্রশি:) মোঃ আবুজার গাফফারী’সহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত প্রশিক্ষণার্থী সহকারী বেতার প্রকৌশলী, বার্তা নিয়ন্ত্রক, তথ্য অফিসাররা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতের সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান করেন পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা। এসময় প্রশিক্ষণার্থীদের পরিষদ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন।
উল্লেখ্য, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ৪অক্টোবর থেকে ২৩ডিসেম্বর পর্যন্ত ১২ সপ্তাহব্যাপী ৩৩তম বিসিএস (তথ্য) পেশাগত প্রবেশক পাঠ্যধারায় হাতে কলমে প্রশিক্ষণের জন্য “প্রজেক্ট পেপার প্রণয়ন” অন্তর্ভুক্ত রয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রশিক্ষণার্থীদের ১০০ নম্বরের মূল্যায়ন করা হবে। এর অংশ হিসেবে পাঠ্যধারাটিতে শিক্ষাসফর কর্মসূচী অন্তর্ভুক্ত করা হয়েছে। এ উদ্দ্যেশে পাঠ্যধারার সঙ্গে সংশ্লিষ্ট জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ৪জন কর্মকর্তার ততা¡বধানে ২০জন প্রশিক্ষণার্থীসহ মোট ২৪জন ২৭ অক্টোবর থেকে ৩০অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম জেলার বন্দরের অটোমেশন কার্যক্রম ও সম্প্রচার স্থাপনাসমূহ পরিদর্শন, রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়ায় অবস্থিত ভূ-উপগ্রহ কেন্দ্র পরিদর্শন, ব্যবহারিক সেশনে অংশগ্রহণ এবং তথ্য সংগ্রহের জন্য ভ্রমণ করবেন। এ প্রশিক্ষণের অংশ হিসাবে প্রশিক্ষণার্থী দলটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্পর্কে অবহিত হওয়ার জন্য পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.