নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদে সভাপতি সর্বোত্তম ও সাধান সম্পাদক সুপার জোতি নির্বাচিত

Published: 30 Oct 2015   Friday   

নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদের দ্বিতীয় কেন্দ্রীয় সম্মেলন শুক্রবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত  হয়েছে। সন্মেলনে পানছড়ি উপজেলা  পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমাকে সভাপতি, লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমকে সাধারণ সম্পাদক ও দীঘিনালার কবাখালী ইউপি চেয়ারম্যান বিশ্বকল্যান চাকমাকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করে ২৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় ।

শুক্রবার নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক উশ্যেপ্রু মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলন থেকে  সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা  পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। বক্তব্য রাখেন খাগড়াছড়ি উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, দীঘিনালা উপজেলা চেয়ারম্যান নবকমল চাকমা, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, রাঙামাটির কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মং ইউ চৌধুরি,রাঙামাটির ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমরজীবন চাকমা, দীঘিনালা ইউপি চেয়ারম্যান বিশ্বকল্যান চাকমা। সভা পরিচালনা করেন গুইমারা হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা।

সম্মেলনে তিন পার্বত্য জেলার বিভিন্ন এলাকা থেকে জনপ্রতিনিধিসহ দুইশতাধিক সমর্থক শুভাকাংখী সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তাগণ জুম্ম জনপ্রতিনিধি সংসদের ঘোষিত ১৭ দফা দাবিনামা বিষয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যগত স্বকীয়তা বজায় রেখে স্থানীয় জনপ্রনিধিত্বমূলক পরিষদসমূহকে আরো বেশি পরিমাণে স্বায়ত্তশাসন প্রদানের দাবি জানান। নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসমূহ পার্বত্য মন্ত্রণালয়ে ন্যস্ত করার দাবি জানান এবং পার্বত্য স্থানীয় নির্বাচিত পরিষদসমূহের জন্য বিশেষ বরাদ্দ দিতে সরকারের কাছে দাবি জানান।

নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের রাজনৈতিক-প্রশাসনিক-অর্থনৈতিক তথা সার্বিক অধিকার আদায়ের লড়াই জোরদার করার জন্য জুম্ম জনপ্রতিনিধি সংসদের কার্যক্রম আরো সক্রিয় করা প্রয়োজন বলে মত প্রকাশ করেন। আলোচকগণ বলেন, বৃহত্তর জুম্ম জাতীয় স্বার্থে জুম্ম জনপ্রনিধিদের আরো সক্রিয়ভাবে কাজ করতে হবে।

নেতৃবৃন্দ ২২ ফেব্রুয়ারি সরকারের আইনশৃংখলা সংক্রান্ত একটি বৈঠকে  পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ১১ দফা নির্দেশনাকে জুম্ম জনগণের প্রতি নিপীড়নমূলক ও অন্যায্য উল্লেখ করে উক্ত নির্দেশনা অবিলম্বে বাতিল করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত