বরকল শাখা বন বিহারে কঠিন চীবরদান সমাপ্ত

Published: 30 Oct 2015   Friday   

বরকল শাখা বন বিহারে দুদিন ব্যাপী অনুষ্ঠিত দানোত্তম কঠিন চীবরদান শুক্রবার সমাপ্ত হয়েছে।

অনুষ্ঠানের প্রথম দিনে বিহার অধ্যক্ষ শুভবর্ধণ মহাস্থবির ভিক্ষু বেইন ঘর উদ্ধোধন করেন। এসময় রাঙামাটির রাজবন বিহারের উপ-অধ্যক্ষ সৌরজগৎ মহাস্থবির ভিক্ষু, বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান মণি চাকমা ও ভূষণছড়া ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চাকমা ও বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিসহ  পাঁচ শতাধিক বৌদ্ধ নারী-পুরুষ  এ পূর্ন্যানুষ্ঠানে শরিক হন। 

ধর্মীয় অনুষ্ঠানে সার্বজনীন বুদ্ধ পুজা বুদ্ধমূর্তিদান সংঘদান,অষ্টপরিস্কার দান,ধর্ম দেশনা শ্রবণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করা হয়। এছাড়া বিকালে ফানুস বাতি উড়ানো ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এর আগে ২৪ ঘন্টার মধ্যে চরকায় তুলা থেকে সুতা বের করে কাপড় তৈরী থেকে রংকরণসহ চীবর প্রস্তুুত করা হয়। তৈরীকৃত এ চীবর ভিক্ষু-সংঘের কাছে আনুষ্ঠানিকভাবে দান করা হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত