বরকল শাখা বন বিহারে দুদিন ব্যাপী অনুষ্ঠিত দানোত্তম কঠিন চীবরদান শুক্রবার সমাপ্ত হয়েছে।
অনুষ্ঠানের প্রথম দিনে বিহার অধ্যক্ষ শুভবর্ধণ মহাস্থবির ভিক্ষু বেইন ঘর উদ্ধোধন করেন। এসময় রাঙামাটির রাজবন বিহারের উপ-অধ্যক্ষ সৌরজগৎ মহাস্থবির ভিক্ষু, বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান মণি চাকমা ও ভূষণছড়া ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চাকমা ও বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিসহ পাঁচ শতাধিক বৌদ্ধ নারী-পুরুষ এ পূর্ন্যানুষ্ঠানে শরিক হন।
ধর্মীয় অনুষ্ঠানে সার্বজনীন বুদ্ধ পুজা বুদ্ধমূর্তিদান সংঘদান,অষ্টপরিস্কার দান,ধর্ম দেশনা শ্রবণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করা হয়। এছাড়া বিকালে ফানুস বাতি উড়ানো ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এর আগে ২৪ ঘন্টার মধ্যে চরকায় তুলা থেকে সুতা বের করে কাপড় তৈরী থেকে রংকরণসহ চীবর প্রস্তুুত করা হয়। তৈরীকৃত এ চীবর ভিক্ষু-সংঘের কাছে আনুষ্ঠানিকভাবে দান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.