উদীচীর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিত্রাঙকন প্রতিযোগিতা ও আলোচনা সভা

Published: 30 Oct 2015   Friday   

বৃহস্পতিবার রাঙামাটিতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

রাঙামাটি চারুকলা একাডেমী মিলনায়তনে জেলা উদীচীর সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় অতিথি ছিলেন,  রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙামাটি  পৌর কমিশনার কালায়ন চাকমা, রাঙামাটি চারুকলা একাডেমীর অধ্যক্ষ রতিকান্ত তঞ্চঙ্গ্যা ও জেলা যুব ইউনিয়নের সভাপতি এম জিসান বখতেয়ার।

বক্তব্যে রাখেন বক্তব্য রাখেন সাধারন সম্পাদক বিজয় ধর,প্রিনা চাকমা, বিজয় কর,সেলিম ভুঁইয়া। শুচ্ছো বক্তব্যে দেন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক সাগর পাাল। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অতিথিরা। পরে উদীচী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে বক্তারা মুক্তির  ব্রত নিয়ে হতাশা নৈরাজ্য আর পরাধীনতার বিরুদ্ধে যখন জেগে উঠেছে শৃংঙ্খলিত মানুষ, সেই আন্দোলন মুখরিত ঊনসত্তুরের গণ-অভ্যুথ্যানের প্রাক-পর্বে শ্বাসরুদ্ধকর  সাংস্কৃতিক পরিমন্ডলে প্রতিবাদী কন্ঠ হিসেবে ১৯৬৮ সালের ২৯ অক্টোবর শিল্পী সংগ্রামী সত্যেন সেন এর নেতৃত্বে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল উদীচী।

বক্তারা আরও বলেন, একটি ব্যাপক ভিত্তিক সাংগঠনিক তৎপরতার মধ্য দিয়ে সংস্কৃতিতে জাগরন ঘটাতে অঙ্গীকারাবদ্ধ। আর্ন্তজাতিকভাবেও সংস্কৃতির মানবিক জীবনবাদী ধারা সাথে সম্পৃক্তি রচনায় প্রয়াসী। মানবিক বোধসমুহ জাগ্রত ও বিকশিত করে তোলা শিল্পী,শিল্পীগোষ্ঠী বা শিল্পী সম্প্রদায়ের মৌলিক দায়িত্ব হিসেবে বর্তায়। এ দায়িত্ব পালনে অবিচল ও সদা তৎপর থাকতে  অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে।

 

হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত