কাউখালীতে ত্রিরত্নাংকুর বৈাদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

Published: 31 Oct 2015   Saturday   

শনিবার কাউখালী উপজেলার ত্রিরত্নাংকুর বৌদ্ধ বিহারে দুদিন ব্যাপী দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।

 ত্রিরত্নাংকুর বৌদ্ধ বিহারে মাঠে আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রাজ বনবিহারের আবাসিক ভিক্ষু-সংঘের প্রধান  শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবীর। সভায় এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান চৌচাামং চৌধুরি, কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ান, জেলা বিএনপির সহ-সভাপতি অমরেন্দ্র রোয়াজা,উপজেলা যুবদলের সভাপতি মো:আবুল হাসেম উপজেলা ছাত্রদলের সভাপতি মোমিনুল করিম, ছাত্রদল নেতা মোসাদ্দেক হোসেন দিলু প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে  বৌদ্ধ ধর্মালম্বীর নারী-পুরুষ ধর্মসভায় শীরক হন।

এর আগে কঠিন চীবর দান উপলক্ষে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল, ভিক্ষুসংঘের  প্রাতঃরাশ,পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, শীলগ্রহন, বৌদ্ধ মূর্তিদান, সংঘদানসহ ইত্যাদি।

ধর্ম সভায় বক্তারা বলেন, ধর্মের নামে যারা সন্ত্রাস করছে, ধর্মের নামে সংর্ঘষ বাড়াচ্ছে এবং সারা পৃথিবীতে মানব জাতীর মধ্যে অশান্তি সৃষ্টি করছে তারা কোন দিন নির্বাণ লাভ করতে পারবে না। কারণ ক্ষমা ও মৈত্রী ভাব যার আছে সে জ্ঞানী। আর জ্ঞানী ব্যক্তি হিংসা ও সংর্ঘষ থেকে দূরে থাকে। তাই পঞ্চশীল গ্রহণ করে বুদ্ধের বাণীগুলো যথাযথ ভাবে অনুসরণ করে সংঘাত পরিহার করে মৈত্রী ভাবনা চর্চা করার আহবান জানান।

 হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত