রাঙামাটিতে ১৯ পিস ইয়াবাসহ দুজন আটক

Published: 01 Nov 2015   Sunday   

শনিবার রাতে শহরের তবলছড়ি বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে। আটককৃতরা হলেন মোঃ ইউছুফ ও বেলাল।

পুলিশ জানায়, শনিবার  গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তবলছড়ি বাজার এলাকায় ইয়াবা বিক্রি করছে একটি চক্র। পুলিশের একটি দল বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রথমে  ইউছুফকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করে। এসময় তার কাছ থেকে ১৯ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া একই সময়ে বেলাল নামে আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল রশিদ জানান,, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত