লামায় জাতীয় যুব দিবস পালিত

Published: 01 Nov 2015   Sunday   
no

no

জাতীয় যুব দিবস উপলক্ষে রোববার লামায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার পাটোয়ারীর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভুমি কর্মকর্তা মোঃ জাহিদ আকতার, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন সেলিম, লামা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এসকে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। এসময় যুব উদ্যোক্তা, যুব ঋণ গ্রাহক, নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। এর আগে একটি যুব র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার গুরুত্বপুর্ণ সড়কে প্রদক্ষিন করে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, দক্ষ যুব সমাজ একটি দেশের মূল ভিত্তি। যাদের উপর ভর করে নির্মিত হয় জাতীয় অর্থনীতির ভীত। যুব ঋণের সুফল হিসেবে আজ সারাদেশে লক্ষ লক্ষ যুব সমাজ নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করে স্বনির্ভর হয়েছে। যার প্রমাণ আজকের অনুষ্ঠানে উপস্থিত আত্মকর্মীরা। তাদের সফলতার কথায় আজ অনুষ্ঠানকে আলোকিত করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত