ঢাকায় প্রকাশক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপি ও ডিওয়াইএফের বিক্ষোভ-সমাবেশ

Published: 01 Nov 2015   Sunday   
no

no

ঢাকায় জাগৃতি প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা ও শুদ্ধস্বর প্রকাশক আহমেদুর রশিদ টুটুলসহ দুই সহযোগী লেখককে হত্যা চেষ্টার প্রতিবাদে রোববার খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)।

পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) খাগড়াছড়ি সদর থানা শাখার দপ্তর সম্পাদক জুয়েল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, শহরের কাসেম স’মিল এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যে রাখেন পিসিপি খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সহসভাপতি কৃঞ্চচরন ত্রিপুরা। এর আগে একটি বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি বাস টার্মিনাল থেকে শুরু হয়ে কাসেম স’মিল এলাকায় গিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, সরকার দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। পরিকল্পিতভাবে একের পর ব্লগার হত্যা করা হলেও সরকার এসব হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসী দুর্বৃত্তদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। হত্যাকারীরা বার বার পার পেয়ে যাওয়ার ফলে তারা এখন প্রকাশকদেরও হত্যা করছে।

বক্তারা জাগৃতি প্রকাশককে হত্যাকারী ও শুদ্ধস্বর প্রকাশক-লেখকদের হত্যা চেষ্টাকারী দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, শনিবার রাজধানী ঢাকায় শাহবাগে প্রগতিশীল লেখক-প্রকাশকের মিলন কেন্দ্র আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে তার অফিসে খুন করা হয়, আর শুদ্ধস্বর প্রকাশনীর মালিক আহমেদুর রশীদ টুটুলসহ আরো দুই সহযোগী লেখকে নিজ অফিসে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত