রাঙামাটিতে জাতীয় যুব দিবস পালিত

Published: 01 Nov 2015   Sunday   

জাতীয় যুব দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা  যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রাঙামাটি পার্বত্য পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)) মোঃ তানভীর আজম ছিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ও টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য  চান মুনি তঞ্চঙ্গ্যা। স্বাগত বক্তব্য দেন রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিবুল্লাহ। আলোচনা সভায় জেলার সরকারি-বেসরকারী ও বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করেন

 অনুষ্ঠান শেষে জেলা যুব উন্নয়নে সেলাইয়ে প্রশিক্ষণ প্রাপ্ত ৩৯জন প্রশিক্ষণার্থীদের মাঝে আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা পরিষদ থেকে সেলাই মেশিন ও যুব  উন্নয়ন থেকে ৪জনকে ২লক্ষ টাকা, ঋণের চেক ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

এর আগে একটি র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনে যেমন যুবদের বিরাট ভূমিকা ছিল তেমনি বর্তমান সরকারের ভবিষ্যতে দেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে যুবদের ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, যুবরাই দেশের প্রধান চালিকা শক্তি। যুব সমাজকে বাদ দিয়ে দেশ কখনই সামনের দিকে এগিয়ে যাবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

       

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত