রাঙামাটিতে গণজাগরন মঞ্চের বিক্ষোভ-সমাবেশ

Published: 01 Nov 2015   Sunday   

ঢাকায় জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা ও শুদ্ধস্বর প্রকাশক আহমেদুর রশিদ টুটুলসহ দুই সহযোগী লেখককে হত্যার চেষ্টার প্রতিবাদে রোববার বিক্ষোভ ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ রাঙামাটি। 

রাঙামাটি পৌর সভা চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্যে রাখেন প্রবীন সাংবাদিক ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সুনীল কান্তি দে, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি অমলেন্দু হাওলাদার, যুব ইউনিয়নের জেলা শাখার সভাপতি এম জিসান বখতেয়ার, ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, শাহ ইমরান রোকন, ইকবাল হোসেন চৌধুরী প্রমুখ।

এর আগে একটি বিক্ষোভ-মিছিল জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে রাঙামাটি পৌর চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা প্রকাশক, লেখক, ব্লগার ও প্রগতিশীল রাজনৈতিক-সামাজিক কর্মী হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত