জাগৃতি প্রকাশনীর প্রকাশ ফয়সল আরেফিন দীপন হত্যা ও শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশ আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে হত্যার অপচেষ্টাকারীদের গ্রেফতারের দাবীতে গণজাগরণ মঞ্চের ডাকা সারাদেশ ব্যাপী মঙ্গলবার অর্ধ দিবস হরতাল রাঙামাটিতে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় গণজাগরণ মঞ্চের পক্ষে ঘাতক দালাল নির্মূল কমিটির রাঙামাটির সভাপতি সুনীল কান্তি দে সংবাদ মাধ্যমকে এ প্রত্যাহারের কথা জানিয়েছেন।
তিনি জানান, মাস ব্যাপী বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান উৎসব দনোত্তম কঠিন চীবর দানোৎসব ধারাবাহিকভাবে বিভিন্ন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হচ্ছে। পূর্ন্যার্থীরা যাতে এ ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন তার চলাচলের সুবিধার্থে এবং বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে হরতাল পালন না করার অনুরোধের প্রেক্ষিতে রাঙামাটি জেলায় মঙ্গলবারের অর্ধ দিবস হরতাল প্রত্যাহার করা হয়েছে। তিনি আরও জানান, গণজারণ মঞ্চের ঘোষিত অন্যান্য কর্মসূচি রাঙামাটিতে পালিত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.