জুরাছড়িতে মাস ব্যাপী নৃত্য-গীত ও হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে উজেলা পরিষদ চেয়ারম্যান

Published: 03 Nov 2015   Tuesday   

রাঙামাটির জুরাছড়িতে মাস ব্যাপী আয়োজিত নৃত্য-গীত ও হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্রের মঙ্গলবার পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা।

ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সংস্কৃতি চর্চা, প্রসার, সংরক্ষণ ও উন্নয়ন কর্মসূচীর আলোকে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউটের উদ্যোগে ২৩ অক্টোবর থেকে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। 

পরির্দশনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণ গ্রহন করে শেষ নয়-অর্জিত প্রশিক্ষণ যথাযথ কাজে লাগাতে হবে। অর্জিত প্রশিক্ষণের মধ্যে দিয়ে আদিবাসীদের আদি সংস্কৃতি হস্তশিল্প ধররে রাখতে হবে। নতুন প্রজম্মের কাছে পরিচিত করে দিতে হবে এসব সংস্কৃতি হস্তশিল্প।

তিনি আরও বলেন, আদিবাসীদের সংস্কৃতি চর্চা, প্রসার ও সংরক্ষনের অভাবে কালেরক্রমে হারিয়ে যাচ্ছে। আদিবাসীদের এ সব সংস্কৃতি আর্ন্তজাতিকভাবে তুলে ধরতে সকলকে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের তৈরী বিভিন্ন হস্তশিল্পের জিনিস দেখে সন্তোষ প্রকাশ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত