জেল হত্যা দিবস উপলক্ষে রাঙামাটিতে আওয়ামীলীগের আলোচনা সভা

Published: 03 Nov 2015   Tuesday   

জেল হত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্যে  রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রুহুল আমিন, হাজী মোঃ কামাল উদ্দিন, প্রচার সম্পাদক মমতাজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মাহফুজুর রহমান, সদর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি দীপক চাকমা, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ শামসুল আলম, জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ শহিদুল আলম স্বপন, জেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম আহবায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরা,জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার সুজন প্রমূখ।

এর আগে জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, স্বাধীনতা বিরোধীরা ৭৫ এর ১৫আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পর জাতিকে চিরতরে নেতৃত্বশূন্য করতে ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে জেল খানার ভেতরে নির্মমভাবে হত্যা করেছিল।

তিনি আরও বলেন, হত্যাকারীরা বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতাকে  হত্যার পর থেমে থাকেনি।  এরপর তারা দেশের বুদ্ধিজীবি থেকে শুরু করে মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তিকে ধংস করার প্রতিযোগীতায় নামে, হত্যা করা হয় বাংলাদেশের মেধাবী অনেককে। বাংলাদেশের গৌরবের ইতিহাসকে বিকৃত করা হয়। বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতাকে হত্যার পর স্বাধীনতা বিরোধীদের নেতৃত্বে সারা দেশে যে হত্যার রাজনীতি শুরু করা হয়েছিল, সে ষড়যন্ত্র এখনো অব্যাহত  রয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই স্বাধীনতা বিরোধীচক্ররা বিএনপি-জামাতের নেতৃত্বে আবারো ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখে দিতে এখন আবারো দেশে গুপ্ত হত্যা করা হচ্ছে দেশের ভাবমূর্তিকে ক্ষুন্ন করতে একের পর এক ষড়যন্ত্র করা হচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে তিনি নেতা-কর্মীদের আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত