মঙ্গলবার বান্দরবানে শহর কৃষকলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে।
জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহর কৃষক লীগের সভাপতি মোঃ আবু তাহের। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষি পদ দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জোহরা বেগম,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া পাপন,সাধারন সম্পাদক সেলিম রেজা, যুগ্ন সাধারন সম্পাদক অভিজিৎ তঞ্চঙ্গ্যা, জেলা শ্রমিক লীগের সভাপতি সুগত প্রীয় বড়–য়া,সাধারন সম্পাদক রফিকুল ইসলাম,জেলা যুবলীগের সদস্য সচিব ওমর ফারুক, প্রমুখ।
সভার শুরুর আগে ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঘাতকদের বুলেটের আঘাতে শাহাদৎ বরণকারী জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.