বান্দরবানে আইজিপি কাপ যুব কাবাডি ফাইনাল খেলার পুরুস্কার বিতরণ

Published: 03 Nov 2015   Tuesday   

মঙ্গলবার বান্দরবানে আইজিপি কাপ যুব কাবাডি ফাইনাল খেলার পুরুস্কার বিতরনী করা হয়েছে। এতে ফাইনাল খেলায নাইক্ষংছড়ি  যুব দল শিরোপা জয়ী ও রানার্স-আপ হয় আলীকদম যুব দল।

বান্দরবানের রাজার মাঠে আইজিপি কাপ কাবাডি খেলার ফাইনাল খেলার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের জজ শফিকুর রহমান।  জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আবু জাফর, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদেও সদস্য কাজল কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, অনির্বাণ চাকমা, সহকারী পুলিশ সুপার শামিমা আক্তার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুছ,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী, সাধারন সম্পাদক ইসলাম বেবি, বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব মোঃ ইসলাম কোম্পানী প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিরা ফাইনাল খেলায় নাইক্ষংছড়ি  যুব শিরোপা জয়ী ও রানার্স-আপ  আলীকদম যুব দলের হাতে  পুরুস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের জজ শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ক্রীড়া মোদি ছেলেরা তাদের খেলা নৈপুন্যতার মাধ্যমে বিশ্বে সুনাম অর্জন করে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জল করেছে। কাবাডি খেলা বাংলাদেশের গ্রাম পর্যায়ের একটি জনপ্রিয় খেলা। বাংলাদেশ পুলিশ বান্দরবানে এ খেলার মাধ্যমে বান্দরবানবাসীকে যে আনন্দ প্রদান করেছেন তা সত্যিই প্রশংসার দাবীদার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত