বুধবার খাগড়াছড়িতে নারী অধিকার বিষয়ক অবহিতকরণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মানুষের জন্য ফাউন্ডেশন ও দি কার্টার সেন্টার, যুক্তরাষ্ট্র অর্থায়নের খাগড়াছড়ির বেসরকারী উন্নয়ন সংস্থা তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে সংস্থার সন্মেলন কক্ষে কনফারেন্স রুমে আলোচক ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের গবেষণা কো-অর্ডিনিটর ড. শাহনাজ করিম, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা, মানুষের জন্য ফাউন্ডেশনের গবেষনা সুপারভাইজার আবুল কালাম।
আলোচনায় অংশ গ্রহণ করেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চুঞ্চু মুনি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি রাণী ত্রিপুরা , খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের এসিসট্যান্ট কমিশনার আরেফিন এ নূর, কাবিদাং উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লালসা চাকমা, খাগড়াছড়ি মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা শহর সমাজসেবা ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকেয়া বেগম প্রমূখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.