বান্দরবানের লামা ও আলীকদম মাতামুহুরী নদীর ভাঙ্গন কবলিত এলাকা শুক্রবার পরিদর্শন করতে যান পানিসম্পদ মন্ত্রী আনিছুল ইসলাম মাহমুদ।
শুক্রবার সকালের দিকে গাড়ী যোগে পানিসম্পদ মন্ত্রী আনিছুল ইসলাম মাহমুদ লামার লাইনঝিরি এলাকায় পৌছলে তাকে লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ এবং লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ মন্ত্রীকে স্বাগত জানান। এসময় সর্বন্তরের মানুষ মন্ত্রীকে রাস্তায় দাড়িঁয়ে স্বাগত জানান।
মন্ত্রীর সফরে যোগ দেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় পার্টির সাংসদ মৌলভী ইলিয়াছ, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ, বান্দরবান জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, লামা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাথোয়াই চিং মার্মা, লামা উপজেলা জাপা সভাপতি হাবিবুর রহমান, যুগ্ন সম্পাদক বিজয় কান্তি আইচ, মোস্তফা জামাল, সাংগঠনিক সম্পাদক ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেনসহ প্রমূখ।
পরিদর্শনকালে মন্ত্রী লামা মাতামুহুরী নদীর ভাঙ্গন ও আলীকদম আর্মি ক্যাম্প সংলগ্ন মাতামুহুরী নদীর ভাঙ্গন এলাকাসহ লামা পৌর এলাকার সাবেক বিলছড়ি, শিলের তুয়া মার্মা পাড়া এলাকা, আলীকদম উপজেলা ও লামা সদর ইউনিয়নের মেরাখোলার বিস্তৃর্ণ এলাকা ভাঙ্গন ও মাতামুহুরী নদীর গতিপথ পরিবর্তন বিষয়ে সরেজমিনে প্রত্যক্ষ করেন। পরে মন্ত্রীর সৌজন্যে আলীকদম সেনা জোনে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.