সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন-এই স্লোগানকে সামনে রেখে শনিবার কাপ্তাইয়ে সমবায় দিবস পালিত হয়েছে।
উপজেলা মিলনায়তনে আলোচনা সভা,সম্মাননা প্রদান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ। উপজেলা সমবায় কর্মকর্তা আশিক দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ও রাঙামাটি মহিলা সাংসদের প্রতিনিধি মোঃ ইব্রাহিম খলিল, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান শফিউল আলম খোকন, কাপ্তাই ট্রাক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ মোস্তফা, কাপ্তাই-রাঙামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিমল বড়ুয়া। বক্তব্য রাখেন নতুনবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামসুল ইসলাম আজমীর, জেটিঘাট বণিক কল্যাণ সমিতির সভাপতি লোকমান আহম্মদ, কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির সদস্য তজমুল আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নতুনবাজার বণিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ একরাম হোসেন।
অনুষ্ঠান শেষে রাঙামাটি জেলার শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ও রাঙামাটি মহিলা সাংসদের প্রতিনিধি মোঃ ইব্রাহিম খলিলকে এবং কাপ্তাই ট্রাক শ্রমিক বহুমুখী সমবায় সমিতিকে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া উপজেলার আরো ৫টি সমবায় সমিতিকে উপজেলা পর্যায়ে ক্রেস্ট প্রদান করা হয়। সেগুলো হল, কেপিএম এমপ্লয়ীজ কো-অপারেটিভ সোসাইটি, রাইখালী অটোরিক্সা চালক সমবায় সমিতি, সবুজ বাংলাদেশ কো-অপারেটিভ সোসাইটি, নতুনবাজার বণিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি ও কাপ্তাই বাঁশ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি।
উল্লেখ্য,২০১৪ সালেও মোঃ ইব্রাহিম খলিল জেলা পর্যায়ের শ্রেষ্ঠ সমবায়ী এবং কাপ্তাই ট্রাক শ্রমিক বহুমুখী সমবায় সমিতি শ্রেষ্ঠ সমিতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.