জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার রাঙাামাটিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। সমবায় বিভাগের আহ্বায়ক রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ত্রিদীপ কান্তি দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, জেলা প্রশাসেনর নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা ফেরদৌস, জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, সদস্য সবির চাকমা, পার্বত্য মন্ত্রনালয়ের উপদেষ্টা পরিষদের সদস্য মওলানা মোঃ শাহজাহান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাবিব উল্ল্যাহ, জেলা সমবায় প্রাক্তন কর্মকর্তা মঙ্গঁল কুমার চাকমা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা ইউছুপ হাসান চৌধুরী।
এর আগে সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হরে শহরের প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালীতে রাঙামাটির ১৫৭টি সমবায় সমিতির সদস্যরা অংশ নেয়। অনুষ্ঠান শুরুর আগে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে রাঙামাটির ১২টি সফল সমবায় প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
প্রধান অতিথির বক্ত্যব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, সমাজের দারিদ্্রতা দূরিকরণে ও আতœ নির্ভরশীলতা অর্জনে সমবায়ের বিকল্প নেই। তাই সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিতে সমবায়ের সংগঠনগুলোকে আরো বেশী কার্যকর ভুমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, সরকার দারিদ্র বিমোচন দুরিকরণে সমবায় খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদও সমবায়ের মাধ্যমে বিভিন্ন উন্নয়ণ কর্মকান্ড অব্যহুত রেখেছে। তিনি আগামীতে পার্বত্য জেলা পরিষদ সমবায়ের কর্মকান্ডকে সহায়তা দিয়ে যাবে বলে উল্লেখ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.