বরকল সদর উপজেলার কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৩১তম দানোত্তম কঠিন চীবরদান শুক্রবার সম্পন্ন হয়েছে।
বৃহষ্পতিবার ও শুক্রবার দুদিন ব্যাপী চীবরদান অনুষ্ঠানে সার্বজনীন বুদ্ধপুজা বুদ্ধমুর্তি দান সংঘদান অষ্টপুরস্কারদান চীবরদান প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস বাতি উড়ানোর মধ্যে দিয়ে শেষ হয়।
ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সুবীর কুমার চাকমা, বরকল প্রেস ক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমা,বরকল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাত কুমার চাকমাসহ দায়কদায়িকারা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.