জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার বানদরবানের লামা উপজেলায় র্যালী ও আলোচনার আয়োজন করা হয়।
লামা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা সদর ইউনিয়ন চেয়ারম্যান মিন্টু কুমার সেন, লামা মৌচাক কো-অপারেটিভ লিঃ চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশন লামা পৌরশাখার সভাপতি এম. তমিজ উদ্দিন, সমবায় কর্মকর্তা মাহাবুবুর রহমান, রিপোর্টার্স ক্লাব সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি প্রিয়দর্শি বড়–য়া। স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মাহাবুবুর রহমান।
এর আগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালীবের করা হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথি বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী বলেন, সমবায় আন্দোলন ছাড়া কোন জাতির অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়। নিজেদের পুঁজি গঠণে সমবায়ের ভূমিকা অপরিসীম। লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ও লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এই দুইটি সমবায়কে মডেল মনে করে অন্যান্যদের তাদের অনুকরণ করতে অনুরোধ করেন তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.