লামা-আলীকদম ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) কর্তৃক চাকুরী নিশ্চয়তা ও নীতিমালা প্রণয়নের ৫দফা দাবিতে মঙ্গলবার লামায় মানববন্ধন করা হয়েছে।
লামা উপজেলা পরিষদের সামনে লামা ও আলীকদম উপজেলার সকল ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা মানববন্ধনে অংশগ্রহণ নেন। এসময় মানববন্ধন চলাকালে বক্তব্যে দেন লামা-আলীকদম ফারিয়া’র সভাপতি বিশ্বজিৎ বড়ু–য়ার, প্রধান বক্তা ও উপদেষ্টা রতন দত্ত, অপসোনিন প্রতিনিধি মোঃ হাসেম, জেনারেল ফার্মাসিউটিক্যারস্ প্রতিনিধি আবুল কাসেম, নাভানা প্রতিনিধি শাহজাহান মনির, ইনসেপ্টা প্রতিনিধি আলিম উদ্দিন সহ প্রমূখ। সভা সঞ্চালনা করেন, বাবু সজীব দাশ প্রতিনিধি পপুলার ফার্মা।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারী পে-স্কেলে ৭ম গ্রেড সম-পরিমাণ তাদের বেতন নির্ধারণ করতে হবে। মূল্য স্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ, ডিএ ও অন্যান্য ভাতা প্রদান করতে হবে। চাকুরীর নিশ্চয়তা প্রদান ও একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। ফারিয়া’কে আলাদাভাবে সরকার কর্তৃক স্বীকৃতি দিতে হবে, যার মাধ্যমে আমরা আমাদের অভিযোগ ও অধিকারের কথা সরকারের কাছে বলতে পারি। সাপ্তাহিক ছুটি সহ সরকারী সকল ছুটি প্রদান করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.