বীর মুক্তিযোদ্ধা আবদুচ ছবুর মঙ্গলবার ভোর রাতে বান্দরবানের বালাঘাটাস্থ বাসভবনে বার্ধক্ষ্য জনিত কারনে মৃত্যু বরন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বৎসর। তিনি মৃত্যকালে ৩ ছেলে, ৫ মেয়ে,স্ত্রীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
এদিকে, মঙ্গলবার বিকালে আছর নামাজের পর বালাঘাটা জামে মসজিদের সামনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজের পুর্বে বান্দরবান সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমী চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ বীর মুক্তিযোদ্ধা আবদুচ ছবুরকে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।
এ সময় বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ,পৌর মেয়র জাবেদ রেজা, জেলা জজ আদালতের পিপি এড.মহিউদ্দিন, সাবেক পৌর মেয়র মিজানুর রহমান বিপ্লব,সাবেক প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক মোঃ ওসমানগনি, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সম্মানীত ক্যাপ্টেন(অবঃ) আবুল কাশেম, সম্মানীত ক্যাপ্টেন (অবঃ) মোঃ তারু মিয়া,সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলী আকবর, সাবেক জেলা কমান্ডার সত্যেন্দ্র মজুমদার, মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবদুল জলিল,বীর মুক্তিযোদ্ধা ও বান্দরবান জেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম আহমেদ চৌধুরী, নাইক্ষংছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রাজা মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহ কমান্ডার (অর্থ) আবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম সিকদার,বাবুল দাশ গুপ্ত, আবদুচ ছালাম,কবির আহমেদ, সহ আরো মুক্তিযোদ্ধা বৃন্দ এবং মুক্তিযোদ্ধা সন্তানেরা উপস্থিত ছিলেন। তাকে বালাঘাটা কবরস্থানে দাফন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.