খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বুধবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলার আওয়ামীলীগের সিনিয়ির সহসভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমা। উপজেলা যুবলীগের সভাপতি মো: আল-আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ম সম্পাদক বিজয় কুমার দেব,উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো: নাছির ও যুবলীগ নেতা ইয়াছিন আল-মামুন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজির মাহামুদ।
এর আগে একটি একটি র্যালী উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে শুরু প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.