বুধবার বান্দরবান সদর থানার রাজবিল্লায় এলাকা থেকে রাঙ্গুনীয়ার মাদক সম্রাট নুর মোহাম্মদ চার শত ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বান্দরবান সদরের রাজবিল্লা ইউপিস্থ ডাকবাংলো মুসলিম পাড়া জনৈক আনু বেগমের দোকানে একজন লোক ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। এসময় বান্দরবান সদর থানার অফিসার-ইন-চার্জ রফিক উল্লাহ-এর নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় আসামী নূর মোহাম্মদ (২৬) আটক করে। তার শরীরে তল্লাশীর চালিয়ে ৪শ ইয়াবা পাওয়া যায়। সে রাঙ্গুনিয়ার মধ্যম সরফভাটা ইউপির ৫নং ওয়ার্ডের সোনা মিয়ার ছেলে। আটক নূর মোহাম্মদ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে বান্দরবান শহরে নিয়ে যাচ্ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.