বান্দরবানের কালাঘাটা আম্রকানন গৌতম বিহারের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

Published: 12 Nov 2015   Thursday   

বান্দরবানের কালাঘাটা  আম্রকানন গৌতম বৌদ্ধ হিারের কঠিন চীবর দানোৎসব বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।

সকাল থেকে শত শত ধর্মানুরাগী বৌদ্ধ নর নারীরা অংশ গ্রহন করে ধর্মীয় কাজে অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত ড.জ্ঞান রত্ন মহাথের, স্বধর্ম দেশক ভদন্ত উদয়ন জ্যোতি মহাস্তবির,ভদন্ত তেজপ্রিয়স্থবির, ভদন্ত রত্ন প্রিয় মহাথের,ভদন্ত শাক্যজৌতি ভিক্ষু ভদন্ত সত্যজিৎ থের, ভদন্ত এম প্রজ্ঞামিত্র ভিক্ষু। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফিলিপ ত্রিপুরা,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,সাধারন সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ। পরিচালনায় ছিলেন বিহার কমিটির উপদেষ্টা প্রভাত কুমার বড়–য়া,সহ সভাপতি শ্যামল বড়ুয়া,অজয় বড়ুয়া,রাজু বড়ুয়া, শিক্ষক দেব মিত্র বড়য়া,নিহার কান্তি বড়ুয়া,রণ বড়ুয়া,টিটু বড়ুয়া,সুমন বড়ুয়া ।

অনুষ্টানের সার্বিক সহযোগীতায় ছিলেন কালাঘাটা ত্রিরত্ন কল্যান সংঘের সভাপতি সুলাল বড়ুয়া,সাধারন সম্পাদক প্রমোতোষ বড়–য়া প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত