দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে শুক্রবার রাঙামাটির মৈত্রী বিহারে দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে।
শহরের কাঠালতলীস্থ মৈত্রী বিহার প্রাঙ্গনে আয়োজিত কঠিন চীবর দানোৎসব উপলক্ষে আয়োজিত ধর্মীয় সভায় সভাপতিত্ব করেন সংঘরাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাস্থবির। ধর্ম দেশনা দেন ত্রিপিটক বিশারদ উপঞঞ দীপা থের, ধর্মকীর্তি মহাস্থবির ও শীলপাল ভিক্ষু। মঙ্গলচারণ পাঠ করেন শীলানন্দ ভিক্ষু। বক্তব্যে রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ও সাবেক যুগ্ন জজ দীপেন দেওয়ান। পঞ্চশীল প্রার্থনা করেন ব্রজেন্দ্র তালুকদার। অনুষ্ঠানের শুরুতে উদ্ধোধনী সংগীত পরিবেশন করা হয়।
এর আগে সকালের দিকে ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, বুদ্ধপূজা, পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনাসহ নানাবিধ দান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৌদ্ধ নারী-পুরুষ অংশ নেন।
ধর্মালোচনা সভায় বক্তারা গৌতম বুদ্ধের অমৃত বাণী অনুসরণ করে মৈত্রীময়,সৎ চেতনা নিয়ে জীবনযাপন করার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.