বান্দরবান জেলা জামায়াতের আমির আটক

Published: 14 Nov 2015   Saturday   

শনিবার বান্দরবানে জেলা জামায়াতের আমির এসএম আব্দুচ সালামকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার বিকাল সাড়ে তিন টার সময় শহরের ধুপা পুকুরপাড় এলাকার নিজ বাস ভবন থেকে জলা জামাতের আমির এসএম আব্দুচ সালামকে আটক করা হয়। গত ২৩ অক্টোবর বান্দরবান ইসলামী পাঠাগারে নাশকতার উদ্দ্যেশ্যে ৪১ জন জামায়াত-শিবিরের  নেতা-কর্মীকে গোপন বৈঠকে সহযোগিতা করার অপরাধে তাকে আটক করা হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ সত্যতা স্বীকার করে জানান, আটক জেলা জামাতের আমির এসএম আব্দুচ সালামকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত