পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশেসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য এলাকার মানুষের মাঝে আস্থা ও বিশ্বাস স্থাপন করে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করে দীর্ঘ দুই যুগের সংঘাত বন্ধ করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। আর কোন সরকারই পার্বত্য সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধান করতে সক্ষম হয়নি।
তিনি আরও বলেন,পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন একটি চলমান প্রক্রিয়া। সরকার পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে কাজ করে চলেছে। তিনি পার্বত্য এলাকার শান্তি প্রক্রিয়া আরো ত্বারান্বিত করতে সকলকে কাজ করার আহবান জানান ।
শনিবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী এসব কথা কলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সন্মেলন কক্ষে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য মন্ত্রনালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শামসুজ্জামান,পার্বত্য চট্টগ্রাম বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১শ ৬৯ জন এবং কলেজ পর্যায়ে ২শ ১৬ জনসহ মোট ২৭৫ জন ছাত্র-ছাত্রীকে ৫০ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হয়। এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারীদের জন্য একটি বাসের চাবি হস্তান্তর করেন পার্বত্য প্রতিমন্ত্রী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.